রাতের আঁধারে কবরস্থান থেকে চুরি হয়ে গেল ২১টি কঙ্কাল!

পাবনার সুজানগর উপজেলার বিরাহিমপুর কবরস্থান থেকে রাতের আঁধারে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে চোর চক্রকে গ্রেফতারের দাবি স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে কবর জিয়ারত করতে গিয়ে বিষয়টি দেখতে পান মৃত ব্যক্তির স্বজনরা। কবরস্থানের মাটি সরানো ও বাঁশের চরাট সড়ানো দেখে সন্দেহ হয় তাদের। এ সময় তারা ভালো করে বিষয়টি পর্যবেক্ষণ করে দেখতে পান কবর খোঁড়া। ভিতরে কঙ্কাল নেই। পরে বিষয়টি সবার মধ্যে জানাজানি হয়। খবর পেয়ে কবরস্থান পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, গত রাতের কোন এক সময় সংঘবদ্ধ চক্র এই কবরস্থান থেকে ২১টি মাথার খুলি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে চোর চক্রকে গ্রেফতারের দাবি স্থানীয়দের।
এর আগে একই উপজেলার খাস আমিনপুর ও সাঁথিয়া উপজেলার একটি কবরস্থান থেকে একইভাবে বেশকিছু কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
বিভি/এজেড
মন্তব্য করুন: