• NEWS PORTAL

  • সোমবার, ১৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, নদীগর্ভে বিলীন দেড় শতাধিক ঘরবাড়ি

হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১২:০৭, ১৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, নদীগর্ভে বিলীন দেড় শতাধিক ঘরবাড়ি

সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেইসাথে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। এ ভাঙনে বসতবাড়িসহ বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে আরও ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে যমুনার বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে যমুনার ভাঙনে কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া গ্রামে অন্তত ১০০টি বসতবাড়ি, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের অন্তত ৫০টি বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরগিরিশ নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও ভেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাহাড়ি ঢল ও দফায় দফায় বর্ষণে যমুনা নদীর পানি বাড়ছে। ইতিমধ্যেই যমুনা নদীর বিভিন্ন স্থানে এ ভাঙন শুরু হয়েছে এবং যমুনা নদীর বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ও হচ্ছে। এতে যমুনা পাড়ের মানুষ এখন বন্যার আশংকা করছে। যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলের কাজিপুর উপজেলার চরগিরিশ, নিশ্চিন্তপুর, খাসরাজবাড়ি, চৌহালী উপজেলার খাষকউিলিয়া জনতার স্কুল এলাকা, উমারপুর, স্থল, তেঘরি, কুড়াগাছা, লাঙ্গলমুড়া, ঘোড়জান, ফুলহারা, চালুহারা, শাহজাদপুর উপজেলার গোপালপুর, সোনাতনী, ধীতপুর, শ্রীপুর, কুরসি, মাকড়া, ভাটদিঘুলিয়া, চর ঠুটিয়া, বেলকুচি উপজেলার বড়ধূল ও সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি ও বাহুকা গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এ ভাঙনে ইতিমধ্যেই চরাঞ্চলের আঁখ পাট ও বাদামসহ বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

স্থানীয়রা জানান, এ ভাঙনে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড তেমন খোঁজ খবরও নেয়না। প্রায় দেড় সপ্তাহ ধরে দফায় দফায় বর্ষণে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং সেইসাথে ভাঙনের তীব্রতাও বাড়ছে। ভাঙনের মুখ থেকে অনেক পরিবার অনত্র আশ্রয় নিয়েছে ও নিচ্ছে। এ ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেছেন, কয়কদিন ধরে যমুনার পানি বাড়ছে। এতে অনেক স্থানে ভাঙনও শুরু হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, কয়েকদিন ধরে যমুনায় পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ২ সেন্টিমিটার বাড়ছে। এতে যমুনার অনেক স্থানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পানি বৃদ্ধি থাকায় অনেক স্থানে ভাঙনও শুরু হয়েছে। এ ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেরকম বন্যার আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন। তবে, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১৫৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2