• NEWS PORTAL

  • সোমবার, ১৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নরসিংদীর পলাশে জিনারদী রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৪, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ১৫:০৪, ১৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নরসিংদীর পলাশে জিনারদী রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

নরসিংদীর পলাশে জিনারদী রেলস্টেশনে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণ। রবিবার (১৩ জুলাই) দুপুরে জিনারদী রেলস্টেশনের প্ল্যাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন পলাশ থানা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান। 

যুবদলের সদস্য মনিরুজ্জামান ইমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশ থানা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমান ভূইয়া, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, জিনারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফোরকান পাঠানসহ অন্যরা। 

এসময় বক্তারা বলেন, জিনারদী রেল স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। কারণ, এই অঞ্চলের উৎপাদিত কলা ও সবজি এই রেলস্টেশন থেকে ঢাকায় রফতানি করা হয়। সেই সুবাদে এখানে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতি অতিজরুরি। ট্রেনটি এখানে যাত্রাবিরতি দিলে জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী তিনটি ইউনিয়নের মানুষের ব্যবসা বাণিজ্যসহ মানুষের জীবন মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। আমরা নরসিংদী কমিউটার ট্রেনটি জিনারদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেওয়ার জন্য রেল মন্ত্রণালয়ের বিশেষ সুদৃষ্টি কামনা করছি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2