বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো ৩ জনের

ছবি: সংগৃহীত
বান্দরবানে রাংলাই চেয়ারম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-বয়োজ্যেষ্ঠ উরকান ম্রো (৭১), তার নাতি তুংলে ম্রো (১৭) এবং সাবেক মেম্বার চিত্তুর পুত্রবধু রুলেন ম্রো (৩৫)।
স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে বান্দরবান সদর উপজেলার ওয়াইজংশন এলাকায় রাংলাই চেয়ারম্যান পাড়ায় বৃষ্টিতে শর্টসার্কিট হয়ে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে পাড়ার পাহাড়ীদের ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুতের সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা যায় এবং অনেকেই আহত হয়। বৃষ্টি হলেই ট্রান্সফরমারটি প্রায় সময় আগুন জ্বলে বিকট শব্দ হতো। বিষয়টি বিদ্যুৎ বিভাগে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলেও জানান স্থানীয়রা।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির গণমাধ্যমকে বলেন, ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজনদের পাঠানো হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: