রাজবাড়ী আমার শশুরবাড়ি, মানে আমারও বাড়ি: ডা. তাসনিম জারা

দেশ গড়তে জুলাই পদযাত্রা অংশ হিসাবে আগামী বৃহস্পতিবার (১৭ই জুলাই) রাজবাড়ী আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা পোগ্রামে সকলকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
তিনি তার নিজস্ব ভেরিফাইড ফেইসবুকের স্ট্যাটাসে লিখেছেন, রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মায় নৌকায় করে ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গুদারবাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম খাওয়ার কথা এখনো ভুলতে পারি না। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভ্যুত্থানের নেতাদের সাথে নিয়ে। আগামী ১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ী রেলগেটে।
তাসনিম জারা আরও লিখেছেন, জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কত দয়ালু, কতটা সম্ভাবনাময়, প্রতিটি দিন তা নতুন করে মনে হচ্ছে। রাজবাড়ীতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। এই পদযাত্রার সহযাত্রী এবং জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নেতা নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার; তারা সবাই থাকছে। যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন দেখা হচ্ছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: