খাগড়াছড়িতে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পরিবারের পাশে জেলা বিএনপি

খাগড়াছড়িতে গণধর্ষণের শিকার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষে জেলা বিএনপির নেতৃবৃন্দ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর খোঁজ-খবর নেন ও তার পরিবারের হাতে এক লাখ টাকা তুলে দেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দ ঘটনার নিন্দা ও সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দোষীদের বিচারে ঐ শিক্ষার্থীর পরিবারে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, যুগ্ম সম্পাদক জেলা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসেম ভূইয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিক।
উল্লেখ, গত ২৭ জুন রথযাত্রা মেলায় দেখে ফেরার পর রাতে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই গভীর রাতে ছয়জন যুবক জোরপূর্বক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বুধবার রাতে খাগড়াছড়ি সদর থানার ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পরপরই বুধবার দিবাগত রাত ৩টার দিকে চারজনকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ। আটককৃত চারজন আসামি হলো খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), মো: সাকিব আলম (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)।
এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক মো. মুনির ইসলাম (২৯) ও মো. সোহেল ইসলাম (২৩) বর্তমানে পলাতক রয়েছে। এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: