মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্তিত্বশীল করার প্রতিবাদে চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার সহযোগিতায় মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শহরের খোন্দকার নুরুল ইসলাম ল কলেজ থেকে এই মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে রফিক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান প্রিন্স, মাহবুবুর রহমান উজ্জলসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে নানা অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলেছে। এর মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
এ সময় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, অরাজকতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: