মাদারীপুরে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর

ছবি: সংগৃহীত
মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর জরাজীর্ণতার কারণে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। টিনের চালে মরিচা ধরায় পলিথিন দিয়ে জোড়াতালি দিয়ে বাস করছেন তারা। এ অবস্থায় দ্রুত ঘরের চাল পরিবর্তন করে দেওয়ার দাবি। তবে অর্থ বরাদ্দ পেলে ঘরগুলো সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
মাঝে মধ্যেই নির্ঘুম রাত কাটাতে হয় মাদারীপুরের আশ্রায়ণ প্রকল্পে ঘর পাওয়া পরিবারগুলোকে। ২০০৭ সালে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের চর দক্ষিণপাড়ায় জায়গা-জমি না থাকা ৯০টি পরিবারকে দেওয়া হয় এসব ঘর। দীর্ঘদিন বসবাস করায় ভেঙে গেছে পাঁকা মেঝে। টিনের চালে ধরেছে মরিচা। বৃষ্টি হলেই পানিতে কাদা জমে যায় মেঝেতে। পলিথিন দিয়ে কোনো মতো পানি নিষ্কাশনের ব্যবস্থা করে মানবেতর জীবন যাপন করছে পরিবারগুলো।
ঘরগুলো পরিদর্শন করে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান মাদারীপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব।
সরকার দ্রুত ঘরগুলো মেরামতের করবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।
বিভি/এআই
মন্তব্য করুন: