• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যাত্রীবাহী বাসে মিললো দুই কোটি টাকার ‘আইস’

প্রকাশিত: ২৩:৩৬, ১২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
যাত্রীবাহী বাসে মিললো দুই কোটি টাকার ‘আইস’

খুলনায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজির বেশি ‘আইস’ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে সাতক্ষীরা-খুলনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ভয়াবহ এই মাদক (আইস) উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসচালক বিল্লাল শেখ (৪০) এবং হেলপার সুকুমার অধিকারীকে (৩৫) হেফাজতে নিয়েছে পুলিশ।  

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতরে একটি বিস্কুটের কার্টনের মধ্যে দুই কেজির কিছু বেশি ‘আইস’ পাওয়া যায়। এর মধ্যে দুটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট রয়েছে। এ সময় বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেয়। মাদক বহনের জন্য বাসটিও জব্দ করা হয়েছে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা গণমাধ্যমকে জানান, যাত্রীবাহী বাস থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি ওজনের আইস জব্দ করা হয়েছে। জব্দকৃত ‘আইস’ নামক মাদক দেখতে সাবুদানার মতো, যার মূল্য প্রায় দুই কোটি টাকা। চালক ও হেলপারকে হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: