চাঁপাইনবাবগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকালে চাঁপাইননবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার একটি ডোবায় ডুবে মারা যায় তারা। নিহতরা সম্পর্কে আপন দুই চাচাতো ভাই।
মৃত শিশুরা হলো- সদর উপজেলার চরমোহনপুর চকপাড়া এলাকার কাউসার লিটনের ছেলে তাহমিদুর রহমান (৭) ও মো. খোকনের ছেলে আরিয়ান (৪)।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মহানন্দা নদীর পানি বৃদ্ধির ফলে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল ডুবে আছে গত কয়েকদিন ধরে। এরই মধ্যে সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে খেলার ছলে গোসল করতে নামে তাহমিদুর ও আরিয়ান। পরে সেখানেই তারা ডুবে যায়। পরে দুইজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত তাহমিদুর রহমানের চাচা রবিউল ইসলাম জানান, পানি বাড়ায় বাড়ির কাছাকাছি পানি চলে এসেছে। যেহেতু তারা দুইজন চাচাতো ভাই সেহেতু তারা দুজনে একসাথে ডোযার পানিতে খেলা করছিল। এ সময় হঠাৎ কখন পানিতে তলিয়ে যায়, তা আমরা কেউই বুঝতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করা হলেও তাদেরকে পাওয়া যাচ্ছিল না। পরে হঠাৎ করে বাড়ির পাশের একজন ডোবায় তাদের মরদেহ দেখতে পেয়ে আমাদেও জানায়।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. কারিমা খাতুন বলেন, শিশু দুটি হাসপাতালে আসার আগেই মারা যায়। যারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তারা ডোবাতেই মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে সদর মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ওসি।
বিভি/এআই
মন্তব্য করুন: