মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করলেন বাবা!

নাটোরের সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। শনিবার রাতে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা হয়।
স্থানীয়রা জানায়, শরিফুল ইসলাম মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে কলহ লেগে ছিল পরিবারে। গত রাতে সে বাবা শহিদ আলীর সাথে বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে বাবা উত্তেজিত হয়ে হাসুয়া দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলে শরিফের।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বাবা শহিদ আলী।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: