• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে নৌকা বাইচ আয়োজন

আকরাম হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৩:২৬, ১৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে নৌকা বাইচ আয়োজন

মানিকগঞ্জের হরিরামপুরের হেলাচিয়া ইছামতি নদীতে জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকালে হেলাচিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ছোট-বড় নানা আকৃতির ও বাহারি নামের নৌকা অংশ নেয়। এর মধ্যে সোনার তরী, ময়না মতি, সোনার চাঁন ও নয়নতারা নামের নৌকাগুলো দর্শকদের বিশেষ আকর্ষণ কাড়ে। নদীর দুই তীরে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেন।
নৌকা বাইচ শেষে অংশগ্রহণকারী সব নৌকাকেই পুরস্কৃত করা হয়। 

নৌকা বাইচ দেখতে আসা দর্শনার্থীরা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা ও স্থানীয় মানুষের মাঝে বিনোদনের পরিবেশ সৃষ্টি করতে এই ধরনের আয়োজন আমাদের খুবই অনুপ্রাণিত করেছেন। 

আয়োজক কমিটির সভাপতি গাজী হাবিব হাসান রিন্টু বলেন, প্রায় আড়াইশত বছরের ঐতিহ্য হেলাচিয়ার নৌকা বাইচ। আগের চেয়ে এখন নদী অনেক সরু হয়ে গেছে। তাছাড়া নদীতে পানি থাকে না। পানি হলে অনেক নৌকা অংশগ্রহণ করতো। তারপরও ছোট বড় বেশ কিছু নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কার দেওয়া হয়। আগামীতে আরও বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করা হবে বলে তিনি জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2