• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টিকেট কাউন্টার ভাঙচুর, ময়মনসিংহ অঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশিত: ১৮:৪৩, ১৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
টিকেট কাউন্টার ভাঙচুর, ময়মনসিংহ অঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালের ইউনাইটেড বাস কাউন্টারে অতর্কিত হামলা ও ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। ঘটনার পর থেকে মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনসহ সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। 

এছাড়াও বিকাল ৪টা থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সকল রুটে (শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গ ও সিলেট অঞ্চল) বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্তের যাত্রীরা। তবে কারা বন্ধ করেছে, কেন করেছে, এ ব্যাপারে মালিক-শ্রমিক কেউ কথা বলছে না। 

মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে জানা জায়, জানায়, বেলা ১২টার দিকে বেশ কয়েকট মোটরসাইকেলযোগে অর্ধশতাধিক যুবক হঠাৎ ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালিয়ে কাউন্টার বন্ধ করে দেয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় আতঙ্ক ছড়িয়ে পরে বাসস্ট্যান্ড পুরো এলাকায়।

এব্যাপারে জেলা মটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলমের সাথে যোগাযোগ করতে ফোনে কল করা হলে রিসিভ করেননি।

পুলিশ সুপার আখতার উল আলম জানান, জিলা মটর মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। তারা বাস বন্ধের বিষয়টি ঢাকা মহাখালী মালিক সমিতির সিদ্ধান্ত বলে জানিয়েছে। 

তিনি জানান, রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে জিলা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ থাকবেন। আমরা দ্রুত বাস চলাচলের ব্যবস্থা করবো। যে কোনো দ্বন্দ্বের কারনে সাধারণ জনগন বা যাত্রীরা কেন ভোগান্তিতে পড়বে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2