• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তিস্তায় লাফ দিয়ে নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ মিললো ৪০ ঘণ্টা পর

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৭:৪১, ২৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
তিস্তায় লাফ দিয়ে নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ মিললো ৪০ ঘণ্টা পর

রংপুরে তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়ার ৪০ ঘন্টা পর নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিস্তা সেতুর পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়নের ডাউকির চর এলাকায় তিস্তা নদীতে তার লাশ ভেসে উঠে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। উৎস রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং নীলফামারী জলঢাকা উপজেলার তপন রায়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

তিনি জানান, ২৩ আগস্ট বিকেলে গঙ্গাচড়ার লহ্মীটারী ইউনিয়নে তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়ার পর উৎস নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরী দল দু’দিন তিস্তা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। তিস্তার স্রোতের কারণে লাশটি ভেসে যাওয়ায় উৎসের লাশটি পার্শ্ববর্তী ইউনিয়ন মর্ণেয়ার ডাউকির চর থেকে উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষা শেষে ২৩ আগস্ট বিকেলে উৎসসহ ৭ বন্ধু গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতু এলাকায় ঘুরতে আসে। এ সময় খরস্রোতা তিস্তায় সাহসিকতা দেখাতে উৎস, রুপম ও সাকিল নদীতে ঝাঁপ দেয়। এতে সাকিল ও রুপম সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও উৎস নদীতে তলিয়ে যায়।

বিভি/এজেড

মন্তব্য করুন: