• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

২০২৬ সালে রোজা কবে, জানা গেলো সম্ভাব্য তারিখ 

প্রকাশিত: ১৯:৫০, ১৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
২০২৬ সালে রোজা কবে, জানা গেলো সম্ভাব্য তারিখ 

মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত মাস রমজান। এ মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের কোটি কোটি মুসলিম। এ মাসটি ইবাদত, আল্লাহর সান্নিধ্য অর্জন, পারিবারিক বন্ধন ও মানুষের মধ্যে ভালোবাসা সৌহার্দ্য ছড়ানোয় ব্যস্ত থাকে মানুষ।

সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে— জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি। আরব বিশ্বের বেশিরভাগ দেশে এর আগের সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। সেই অনুযায়ী এর পরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে শুরু হতে পারে রোজা।

তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা সাপেক্ষে দেওয়া হবে। আরবি মাস শাবানের ২৯তম দিন রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়।

প্রত্যেক দেশের চাঁদ দেখা কর্তৃপক্ষ অথবা ধর্ম বিষয়ক সংস্থা রমজান মাস শুরু ও শেষের তারিখ ঘোষণা করে থাকে।

চন্দ্রচক্র অনুসরণ করে মূলত ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। এ কারণে প্রতিটি মাসই নতুন অর্ধচন্দ্র দেখে শুরু ও শেষ হয়।

যেহেতু চন্দ্র মাসগুলো সৌর মাসের চেয়ে ছোট হয়, এ কারণে ইংরেজি বর্ষপঞ্জিকায় প্রতিবছর আরবি মাসগুলো ১০ থেকে ১১ দিন পিছিয়ে যায়। এরফলে মুসল্লিরা শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত বা বসন্ত— সব ঋতুতেই পবিত্র রমজানের ছোঁয়া পাওয়ার সুযোগ পান।

সূত্র: গালফ নিউজ

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2