• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘ব্রাজিল থেকে স্বল্পমূল্যে গরুর মাংস আমদানি করা যাবে’

প্রকাশিত: ১৭:১০, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:০৬, ২০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘ব্রাজিল থেকে স্বল্পমূল্যে গরুর মাংস আমদানি করা যাবে’

ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ বলেছেন, ব্রাজিলের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। বিশেষ করে মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানি বাংলাদেশে মিট প্রসেসিং কারখানা স্থাপন করতে চায় বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ নিয়ে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের সাথে মতবিনিময়ের পরে এসব কথা বলেন দেশটির রাষ্ট্রদূত।  

রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বলেন, ব্রাজিল স্বল্পমূল্যে বাংলাদেশে প্রাণীজ আমিষ বিশেষ করে গরুর মাংস রফতানি করতে চায়। এ ব্যাপারে আলোচনা অনেকদুর এগোলেও গত সরকারের পতনের পর প্রক্রিয়াটি থেমে আছে বলে জানান তিনি। তবে বাংলাদেশ সরকার ব্রাজিলের মাংসের হালাল সার্টিফিকেট তাড়াতাড়ি দিলে রফতানি প্রক্রিয়া দ্রুততর হবে বলে আশা পাওলো ফার্নান্দোর। বাংলাদেশের গরু ও দুধের উন্নয়নে ব্রাজিল পার্টনার হতে চায় বলে উল্লেখ করেন তিনি।

মাংসের হালাল সার্টিফিকেট পেলে ব্রাজিলের বেসরকারি উদ্যোক্তরা বাংলাদেশের উদ্যোক্তাদের সাথে  অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী হবে, জানান দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় দেশটির রাষ্ট্রদূত। তিনি বলেন, কৃষির উন্নয়নে বাংলাদেশ ব্রাজিলের প্রযুক্তি সহায়তা নিতে পারে। 

একইসাথে বাংলাদেশ থেকে তার দেশ চামড়া ও জুতা আমদানি আরও বাড়াতে চায়, জানান রাষ্ট্রদূত। আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশ-ব্রাজিল ৩য় ফরেন অফিস কনসালটেশনে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানাদিক নিয়ে আলোচনা হবে বলে আশা ব্রাজিলের রাষ্ট্রদূতের। তিনি বলেন, বাংলাদেশের ফুটবলে উন্নয়নে ব্রাজিল সহযোগিতা করতে প্রস্তুত।

রাষ্ট্রদূত ফার্নান্দো জানান, খেলাধুলা, কৃষি, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে ব্রাজিল বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করতে চায়। 

এর আগে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিসট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দকে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ এর নানা দিক তুলে ধরেন রাষ্ট্রদূত ফার্নান্দো দিয়াজ পেরেজ। উল্লেখ্য এবারের কপ-৩০ সম্মেলন আগামী নভেম্বরে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে। 

রাষ্ট্রদূত ফার্নান্দো বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য ধনী দেশগুলো দায়ী হলেও জলবায়ু তহবিলে তারা প্রতিশ্রুত অর্থ অসহায়তা দিতে চায় না। তবে এই কারনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে বিশ্বকে রক্ষায় বসে থাকা যাবে না বলে মন্তব্য করেন তিনি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। তিনি বলেন, এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম-সাকজেএফ এর নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব, সাকজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক শামসুদ্দিন ইলিয়াস, সহসভাপতি ইমরুল কায়েস, সদস্য মিনাক্ষী দত্ত, ইমরান হোসেন ও মিথুন সরকার উপস্থিত ছিলেন। 


 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2