• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাবার বাড়িতে আসার একদিন পর বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার  

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৫৮, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বাবার বাড়িতে আসার একদিন পর বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার  

টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার বাড়িতে তার অসুস্থ খালাকে দেখতে আসার একদিন পর বাঁশঝাড়ের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোছাঃ হালিমা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাগবাড়ী এলাকায় তার বাবার পরিত্যক্ত বাড়ির আঙিনার বাঁশ একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  

হালিমা বেগম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং জেলার পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার মনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। তিনি ৩ সন্তানের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা গত মঙ্গলবার (২৬ আগস্ট) তার অসুস্থ খালাকে দেখতে তার বাবার বাড়িতে আসেন। পরদিন বুধবার সকালে স্থানীয়রা তাকে বাড়ির পেছনে বাঁশঝাড়ের একটি গাছে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন- স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে রহস্য উদঘাটন হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2