• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাদাপাথর লুটের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির গণশুনানি

প্রকাশিত: ১৯:২৩, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সাদাপাথর লুটের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির গণশুনানি

ছবি: সংগৃহীত

সিলেটের সাদাপাথরে লুটপাটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গণশুনানি করেছে। 

বুধবার (২৭ আগস্ট) বিকালে নগরীর সার্কিট হাউসে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় তদন্ত কমিটির সদস্যরা আলাদাভাবে প্রশাসনিক কর্মকর্তা, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, পাথর ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভীন বলেন, পাথর লুটের ঘটনায় জড়িতদের ধরতে এবং ভবিষ্যতে এমন লুটপাট রোধে কাজ চলছে। ঘটনাস্থল থেকে সংগ্রহকৃত তথ্য পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট পাথর লুটপাটের ঘটনায় পাঁচ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2