• NEWS PORTAL

  • শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

প্রকাশিত: ১৪:৫১, ২৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি স্বামী মো. আজিজ মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে বান্দরবান থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‌্যাব-৭ জানিয়েছে, ভিকটিম কুলসুমা বেগম পেশায় একজন পোষাক শ্রমিক ছিলেন। তিনি কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। 

গত ৩০ জুলাই কর্মস্থল থেকে বাসায় ফিরলে স্বামী আজিজ মিয়ার সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে আজিজ মিয়া বাসায় থাকা ইট দিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করে পালিয়ে যায়। পরর্বতীতে স্থানীয় লোকজনের সহায়তায় কুলসুমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে কর্ণফুলী থানায় আজিজ মিয়াকে এজাহারনামীয় প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2