• NEWS PORTAL

  • শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নিখোঁজের একদিন পর মিললো কিশোর ফয়সালের লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৯, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:০০, ২৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নিখোঁজের একদিন পর মিললো কিশোর ফয়সালের লাশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামের কিশোর ফয়সাল ঢালী (১৪) নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার জানায়, বুধবার (২৭ আগস্ট) দুপুরে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হয় ফয়সাল। বিকালে ফুলতলা রোডের পাশে ইজিবাইক পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। ওইদিনই নিহতের মা থানায় সাধারণ ডায়েরি করেন। সন্ধ্যায় ঘটনাস্থলের পাশে ইজিবাইকের একটি ব্যাটারি পাওয়া যায়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে একই স্থানের পানি থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল ইসলাম জানান, ইজিবাইক ও মরদেহ একই স্থানে পাওয়া গেছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2