• NEWS PORTAL

  • শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ২৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ভারতে আটক ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

ভারতে আটক নারী, পুরুষ ও শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরা সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এরপর রাতেই তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে মোঃ সেকেন্দার হোসেন (৩৩), শ্যামনগরের নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে মোঃ আব্দুল্লা গাজী (৩৮), শ্যামনগরের যোগেন্দ্রনগর গ্রামের মোঃ সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮), পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০), রুহুল আমিনের স্ত্রী শেফালী বেগম (৩৫), মেয়ে সুমাইয়া আক্তার (০৭), শ্যামনগরের কালিঞ্চি গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী মোছাঃ নাজমা বিবি (৩৩), মেয়ে মাহেরা আক্তার (০৬), ছেলে নাজমুল হাসান নাইম (১৬), মেয়ে মিনা (১৩), খুলনার বাটিয়াঘাটা কৃষ্ণনগর, জলমা এলাকার মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪), মেয়ে হাসিনা খাতুন (১০), শ্যামনগর নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মোছাঃ মাফুজা খাতুন (৩৪), মেয়ে তানিয়া সুলতানা (১০) ও ছেলে মাফুজ রহমান (০২)।

সাতক্ষীরা সদর থানায় বিজিবির দায়ের করা সাধারণ ডায়েরির মাধ্যমে জানা যায়, গত বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ উক্ত ১৫ বাংলাদেশিকে আটক করে। পরদিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮ টা ১০ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের জিরোপয়েন্টে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি ও বিজিবি-৩৩ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবির একটি টহলদল ওই রাতেই আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই আটককৃতদের নিয়ে থানা হেফাজতে রাখা হয়। এরপর আজ শুক্রবার সকালে তাদের নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2