• NEWS PORTAL

  • শনিবার, ৩০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

একে অপরকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে হট্টগোল, খুলনায় এনসিপির সভা পণ্ড

খুলনা ব্যুরো

প্রকাশিত: ২২:৩৩, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৩৩, ২৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
একে অপরকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে হট্টগোল, খুলনায় এনসিপির সভা পণ্ড

খুলনায় একে অপরকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে হট্টগোলে পণ্ড হয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মতবিনিময় সভা। দলটির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার ও মোল্লা রাহমাতুল্লাহ পরিস্থিতি শান্ত করতে না পেরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। 

শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিএমএ ভবনে ‘গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কার’ দাবিতে জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে মতবিনিময় সভা আয়োজন করা হয়। সংগঠনের বিবদমান দুটি গ্রুপ একে অপরকে চাঁদাবাজ উল্লেখ করে বাক-বিতণ্ডায় জড়ায়।

এ সময় কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত অনুষ্ঠান শেষ না করেই বেরিয়ে যান এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার ও দক্ষিণাঞ্চলের যুগ্ম-মূখ্য সংগঠক মোল্লা রাহমাতুল্লাহ।

কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করলেও বাইরে এসেও বিবদমান দুটি গ্রুপ হট্টগোল করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2