• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নারী-শিশুসহ ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৯, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নারী-শিশুসহ ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

ভারতে আটক ১৪ বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরা সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর রাতে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে বিজিব।

হস্তান্তরকৃতদের মধ্যে ৫ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। এর আগে শনিবার রাতে ভারতের হাকিমপুর চেকপোষ্ট এলাকা থেকে এসব বাংলাদেশীদের আটক করে বিএসএফ।

হস্তান্তর হওয়া বাংলাদেশী নাগরিকরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনদীডাঙ্গা গ্রামের আফজাল শেখের পুত্র মোঃ মিজানুর রহমান শেখ (৩৮), মিজানুর রহমানের স্ত্রী মোসাঃ শারমিন আক্তার (২৪), মিজানুরের পুত্র শামীম শেখ (০৭ বছর), কন্যা রুমা শেখ (০৪ বছর), আফজাল শেখের পুত্র মোঃ কবির শেখ (৩৯), কবির শেখের স্ত্রী মোছাম্মৎ তফুরা বেগম (৩০), একই থানার সানকিডাঙ্গা গ্রামের মোস্তফা শিকদারের পুত্র মোঃ নজরুল শিকদার (৫০), নজরুল শিকদারের স্ত্রী মোসাঃ কহিনুর বেগম (৪৩), পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের হানিফ মৃধার পুত্র মোঃ আরমান মৃধা (২৫), আরমান মৃধার স্ত্রী হাজেরা আক্তার (২১), পুত্র হাফিজুল (০৬ বছর), কন্যা আমিনা (০৩ বছর), একই এলাকার চুন্নু শেখের স্ত্রী মোসাঃ মুকুল বেগম (৪১) এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের পুত্র আব্দুল কাদের মোড়ল (৪০)।

সাতক্ষীরা সদর থানায় বিজিবির দায়ের করা সাধারণ ডায়েরীর মাধ্যমে জানা যায়, শনিবার (৩০আগস্ট) রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ উক্ত ১৪ বাংলাদেশীকে আটক করে। এরপর রবিবার সন্ধায় বাংলাদেশ-ভারত সীমান্তের জিরোপয়েন্টে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি ও বিজিবি-৩৩ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

পতাকা বৈঠকের পর বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবির একটি টহলদল রাতেই আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হস্তান্তরকৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। আজ সোমবার হস্তান্তরকৃতদের নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2