• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে হাতুড়ি দিয়ে খুন

প্রকাশিত: ১০:৩৫, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে হাতুড়ি দিয়ে খুন

ছবি: সংগৃহীত

বগুড়ায় পেট্রোলপাম্পের এক কর্মকর্তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলাম ওরফে রতন নামে এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার  সদস্যরা।

পুলিশ জানায়, আটকের পর রাকিবুল স্বীকার করেছে, শনিবার ভোররাতের দিকে ঘুমন্ত অবস্থায় পেট্রোলপাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। এরপর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈর গিয়ে আত্মগোপন করে। পেট্রোলপাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকাণ্ড বলে পুলিশের কাছে দাবি করে রাকিবুল।

শনিবার রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হত্যার এ ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

বিভি/এআই

মন্তব্য করুন: