১২ ঘণ্টার ব্যবধানে আরেক বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ
ছবি: সংগৃহীত
১২ ঘণ্টার ব্যবধানে আরেক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুকিরাম উরাং (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুকিরাম মুরইছড়া বস্তি এলাকার দাছনু উরাংয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে সুকিরাম মুরইছড়া সীমান্তের ১ হাজার ৮৪৪ ও ১ হাজার ৮৪৫ নম্বর মূল সীমান্তখুটির কাছে গরু চরাচ্ছিলেন। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার পিঠে লাগলে তিনি গুরুতর রক্তক্ষরণে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সুকিরাম মুরইছড়া চা বাগান এলাকার বাসিন্দা। স্থানীয়রা প্রায়ই সীমান্তসংলগ্ন এলাকায় কৃষিকাজ ও গরু চরাতে যায়। সম্ভবত এমন কাজ করতে গিয়েই সুকিরাম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং পোস্টমর্টেমের জন্য তা মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: