চীনের উপহারের হাসপাতাল নিয়ে আশায় বুক বেঁধেছেন নীলফামারীবাসী

চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনে জট খুলতে শুরু করেছে। কয়েক দফা পরিদর্শন শেষে সম্প্রতি সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এলাকা পরিদর্শন করেছেন। এতে খুশি নীলফামারীবাসী। সব প্রক্রিয়া সম্পন্ন হলে চীন হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা।
চীনের উপহারের হাসপাতাল নিয়ে আশায় বুক বেঁধেছেন নীলফামারীবাসী। উত্তরের মানুষ মনে করছেন, অন্তর্বর্তী সরকারের আমলেই হাসপাতালের রূপরেখা স্পষ্ট হলে এ অঞ্চলের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত খুলবে।
বিশেষজ্ঞরা বলছেন, উত্তরা ইপিজেড, বড়পুকুরিয়া কয়লা খনি ও তিস্তা মহাপরিকল্পনার কার্যক্রম শুরু হলে চীনা নাগরিকদের আনাগোনা বাড়বে।
স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, সরকারের পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চীন।
বিশিষ্টজনরা বলছেন, এই হাসপাতালে স্থানীয় জনগণ যেমন উন্নত চিকিৎসা সুবিধা পাবেন, তেমনি বাংলাদেশ-চীন বন্ধুত্বও আরও সুদৃঢ় হবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: