বুড়িমারী সীমান্ত থেকে বিপুল ২ টাকার নতুন নোট জব্দ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ড থেকে ৫০ হাজার দুই টাকার নতুন নোট পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে কতৃপক্ষ। এতে মোট টাকার পরিমান দাড়ায় ১ লাখ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্থলবন্দরের নিরাপত্তা প্রহরী খোলা ইয়ার্ডে নতুন টাকার নোট দেখতে পেয়ে বন্দর কর্তৃপক্ষকে অবগত করে। খবর পেয়ে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ বুড়িমারী চেকপোস্ট বিজিবি সদস্যদের সাথে নিয়ে নতুন নোটগুলো জব্দ করে।
ধারণা করা হচ্ছে, নোটগুলো কোনো এক চক্র মাদক সেবনের উদ্দেশ্যে কিংবা নতুন নোট চোরাচালানের উদ্দেশ্যে বন্দরে নিয়ে আসা হয়। পরে তল্লাশির খবর পেয়ে নোটগুলো রেখে পালিয়ে যায় তারা চক্রের সদস্যরা।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান গণমাধ্যমকে বলেন, নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে খবর পেয়ে বিজিবিকে সঙ্গে নিয়ে নোটগুলো উদ্ধার করা হয়েছে।
বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পণ্য খালাসবাহী ট্রাকে করে চোরাচালান হতে পারে এমন খবর পেয়ে চেকপোস্টে তল্লাশি চলছিল। একপর্যায়ে বন্দর ইয়ার্ড থেকে খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় এক লাখ টাকা উদ্ধার করা হয়। পরে বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি কর্তৃক নতুন দুই টাকার নোটগুলো জব্দ করা হয়। জব্দকৃত টাকা বর্তমানে ৬১-বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: