• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সাজেক থেকে ফেরার পথে জিপ খাদে পরে খুবি শিক্ষার্থী নিহত, আহত ১১

প্রকাশিত: ১৬:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:২১, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাজেক থেকে ফেরার পথে জিপ খাদে পরে খুবি শিক্ষার্থী নিহত, আহত ১১

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রিংকি নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১১ পর্যটক মারাত্মকভাবে আহত হয়েছে। নিহত রিংকির (বয়স ২৩) খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গাইবান্ধা বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুই ঘটিকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে এই দুর্ঘটনা ঘটে । আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়। 

খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পর্যটকদের অভিযোগ ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে বারবার সাজেকে দুর্ঘটনা ঘটে। এসব ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়ার দাবি করেন তারা।  

সাজেক থানার ওসি কানন সরকার জানান, সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্পের ষ্কট ডিউটিরত ইনচার্জ এ এস আই উত্তম কুমার ও সহকর্মীরা দুর্ঘটনার উদ্ধার কাজে সহযোগিতা করেন। তবে তৎক্ষনাৎ সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2