ছাত্রদলকে নিয়ে ব্যারিস্টার ফুয়াদের মন্তব্যের কড়া জবাব আবিদের

সম্প্রতি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে নেতিবাচক উপস্থাপনা করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার ওই বক্তব্যের কঠোর সমালোচনা করে কড়া জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আবিদ লিখেছেন, ফুয়াদ সাহেব, আমাদের পথচলা কুসুমাস্তীর্ণ ছিল না। প্রতিদিন আমরা মাথায় টেনশন নিয়ে ঘুরতাম কখন মিছিলে মার খাবো, গ্রেফতার হবো কিংবা রাতে বাসা থেকে গুম হবো। একবার ফোনে না ধরলে মা-বাবা টেনশন করতেন।
তিনি আরও লিখেছেন, আমাদের জীবনের ট্রমাগুলো এখনো কাটিয়ে উঠতে পারিনি। স্বাভাবিক জীবনযাপনটাও ভুলে গিয়েছি। তারপরেও আমরা রাজপথে প্রকাশ্যে স্বৈরাচারকে চ্যালেঞ্জ করেছি। বিগত দীর্ঘ দুঃশাসনে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে সংগঠন এক মূহুর্তের জন্য আপোস করেনি আপনি তাঁদের যে ভাষায় উপস্থাপন করেছেন সেটা স্রেফ প্রতিহিংসাপরায়ণ ও পরিকল্পিত উস্কানিই মনে হয়েছে।
সমালোচনার প্রক্রিয়া নিয়ে আবিদ লিখেছেন, আমাদের ঘাটতি থাকতে পারে, আপনারা রাজনীতিতে প্রকৃত অগ্রজ হলে সেসব নিয়ে কন্সট্রাক্টিভ ক্রিটিসিজম করতে পারেন। তা না করে আপনি যে পন্থা অবলম্বন করলেন তা আমাদের জন্য হতাশার। আমাদের প্রতিজ্ঞা, নতুন বাংলাদেশে আমরা এমন হীন রাজনৈতিক চর্চামুক্ত, প্রাপ্য সম্মানের ভিত্তিতে রাজনৈতিক সহাবস্থানের রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করবো।
সর্বশেষ তিনি সহযোদ্ধাদের উদ্দেশে লেখেন, আপনারা এই পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক উস্কানিকে এড়িয়ে চলুন।
বিভি/এজেড
মন্তব্য করুন: