• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জয়ে ভারতের কংগ্রেস নেতার উদ্বেগ 

প্রকাশিত: ২১:৫০, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জয়ে ভারতের কংগ্রেস নেতার উদ্বেগ 

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের প্যানেলের জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থারুর এক্সে একটি পোস্টে এই উদ্বেগ জানান।  

এক্সে শশী থারুর লিখেছেন, ভারতের বেশিরভাগ মানুষের কাছে এটি (শিবিরের জয়) হয়ত খুব সামান্য একটি ঘটনা হিসেবে মনে হতে পারে। কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত।

থারুর উল্লেখ করেন বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক দল (বর্তমানে নিষিদ্ধ) আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উভয়ের প্রতিই জনগণের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে। আর যারা এ দুটি দলের ওপর বিরক্ত তারা জামায়াতের দিকে ঝুঁকছেন।

থারুর লিখেছেন, যারা এই দুই দলের ওপর বিরক্ত, তারা ক্রমবর্ধমানভাবে জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছে। এর কারণ এই নয় যে ভোটাররা ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী। বরং জামায়াতে ইসলামী এমন কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয়, যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায়।

তিনি প্রশ্নের সুরে বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর কী প্রভাব পড়বে? নয়াদিল্লিকে কি তাহলে প্রতিবেশী দেশে জামায়াতের সংখ্যাগরিষ্ঠতার (সরকারের) মোকাবিলা করতে হবে?

সূত্র: বিজনেস টুডে ইন্ডিয়া 

বিভি/এসজি

মন্তব্য করুন: