ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্তে ৩০ হাজার ডলার জব্দ

ভারতে পাচারের সময় সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের তেতুলতলা নামক স্থান থেকে মালিক বিহীন এসব আমেরিকান ডলার জব্দ কারা হয়।
বিজিবি জানায়, কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে একদল চোরাকারবারী ভারতে ডলারের একটি বড় চালান পাচার করার চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক স্থান দিয়ে ভারত সীমান্তের দিকে গমনকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে তার হাতে বহনকারী একটি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের মধ্যে হতে ৩০ হাজার আমেরিকান ডলার জব্দ করে (১০০ ডলারের ৩টি বান্ডিল)। যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আমেরিকান ডলার গুলো আজ বৃহস্পতিবার আদালতের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: