• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশিত: ১৭:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সোনারগাঁয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ওমর ফারুক খোকা (২৭) নিহত হয়েছে। ঘটনার পর থেকে বড় ভাই আক্তার হোসেন পলাতক রয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের আলাবদি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আক্তার হোসেনের ছুরিকাঘাতে ছোট ভাই ওমর ফারুক খোকা (২৭) মারা যান। ঘটনার পর থেকে আক্তার হোসেনসহ পরিবারের সবাই পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ডাব পাড়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। আক্তার হোসনকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2