• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বৃত্তিসহ ইতালির সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, লাগবে না আইইএলটিস

প্রকাশিত: ২১:২০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বৃত্তিসহ ইতালির সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, লাগবে না আইইএলটিস

উচ্চশিক্ষার লক্ষ্যে প্রতিবছরই হাজারো শিক্ষার্থীরা বিদেশে পাড়ি জমান। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে ইতালি। দেশটির অন্যতম সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিলান। এই বিশ্ববিদ্যালয় ডিএসইউ স্কলারশিপ প্রদান করছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের।

ডিএসইউ স্কলারশিপ ২০২৫-২৬-এ আবেদন শুরু হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এই স্কলারশিপের প্রধান লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়ালেখা সহজ ও সাশ্রয়ী করা।

আইইএলটিএস ছাড়া ভর্তি ও স্কলারশিপ:
ডিএসইউ স্কলারশিপের সবথেকে বড় সুবিধা হচ্ছে আইইএলটিএস ছাড়াই আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। শুধু ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র দিয়েই প্রার্থী ভর্তি ও স্কলারশিপ উভয়ই নিশ্চিত করার সুযোগ পাবেন।

পড়ালেখার বিষয়গুলো:
স্কুল অব এক্সারসাইজ অ্যান্ড স্পোর্ট সায়েন্সেস, মেডিসিন অনুষদ, ভেটেরিনারি মেডিসিন অনুষদ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ, আইন অনুষদ, স্কুল অব ল্যাঙ্গুয়েজ মেডিয়েশন অ্যান্ড ইন্টারকালচারাল কমিউনিকেশন, হিউম্যানিটিজ অনুষদ, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটারবিজ্ঞান, ফার্মেসি অনুষদ, কৃষি ও খাদ্যবিজ্ঞান অনুষদ।

শর্তাবলি:
ডিএসইউ স্কলারশিপের জন্য ইতালিয়ান ও আন্তর্জাতিক শিক্ষার্থী উভয়ই আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে যেসব প্রোগ্রামগুলো ভর্তির সুযোগ থাকছে তা হলো- স্নাতক ডিগ্রি (তিন বছর মেয়াদি, প্রথম স্তর), সিঙ্গেল–সাইকেল মাস্টার্স ডিগ্রি (পাঁচ বা ছয় বছর মেয়াদি, প্রথম ও দ্বিতীয় স্তর একত্র), সাধারণ মাস্টার্স ডিগ্রি (দুই বছর মেয়াদি, দ্বিতীয় স্তর), পোস্টগ্র্যাজুয়েট স্কুল (যেসব মেডিকেল শিক্ষার্থীর বিশেষায়িত প্রশিক্ষণ চুক্তি আছে, তাদের জন্য নয়), ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম (যারা এরই মধ্যে অন্য কোনো স্কলারশিপ বা গবেষণা অনুদান পাচ্ছেন, তারা যোগ্য নন)।

অন্যান্য শর্ত:
শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমে অবশ্যই নিয়মিত অগ্রগতি থাকতে হবে। নতুন ভর্তি হওয়া স্নাতক ও সিঙ্গেল-সাইকেল মাস্টার্স শিক্ষার্থীদের অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। কোনো শিক্ষার্থী পার্ট টাইম কোর্সে ভর্তি থাকতে পারবেন না এবং আগে সম্পন্ন করা একই স্তরের প্রোগ্রামে পুনরায় ভর্তি হতে পারবেন না। অন্য কোনো স্কলারশিপ বা গবেষণা অনুদান পেলে আবেদন করতে পারবেন না এবং ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র প্রয়োজন হবে, তবে আইইএলটিএস বাধ্যতামূলক নয়।

সুযোগ-সুবিধা:
আবাসন সুবিধা, এতে শিক্ষার্থীরা পড়ালেখার সময় থাকার ব্যবস্থা পাবেন। বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হলে বিনামূল্যে খাবারের ব্যবস্থা। প্রতি মাসে ৬০০ ইউরো ভাতা, যা বছরে সর্বোচ্চ ১০ মাস পর্যন্ত প্রদান করা হবে শিক্ষার্থীকে। এছাড়া ভ্রমণের ব্যয়, ইউরোপের মধ্যে সর্বোচ্চ ১০০ ইউরো এবং ইউরোপের বাইরে সর্বোচ্চ ৫০০ ইউরো পর্যন্ত পাবেন।

আবেদনের প্রক্রিয়া:
ডিএসইউ স্কলারশিপের ক্ষেত্রে ২০২৫ সালের আবেদন চাওয়া হলে প্রথমে বেনিফিটস সার্ভিস ডেস্কে প্রবেশ করতে হবে। প্রার্থী তার পছন্দ অনুযায়ী প্রোগ্রাম নির্বাচন করবেন, যেমন- স্নাতক, সিঙ্গেল–সাইকেল মাস্টার্স, সাধারণ মাস্টার্স, পোস্টগ্র্যাজুয়েট স্কুল বা ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম। সব যোগ্যতার শর্তাবলী যাচাই করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ করবে এবং প্রয়োজবীয় সব কাগজপত্র জমা দিতে হবে। ফরমে অবশ্যই ডিএসইউ স্কলারশিপের প্রতি আগ্রহ থাকার বিষয়টি প্রকাশ করতে হবে এবং আবেদন জমা দেয়ার পর অনলাইন পোর্টালের মাধ্যমে নিয়মিত আবেদন স্ট্যাটাস পর্যবেক্ষণ করতে হবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2