• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

দেশের স্বাস্থ্যখাত নতুন করে সাজানো জরুরী হয়ে পড়েছে: আব্দুল কাদির

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দেশের স্বাস্থ্যখাত নতুন করে সাজানো জরুরী হয়ে পড়েছে: আব্দুল কাদির

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, দেশের স্বাস্থ্যখাতকে নতুন করে সাজানো জরুরী হয়ে পড়েছে। গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারনে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা পাওয়া ক্রমেই দুস্কর হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, স্বৈরাচারের আমলে যাদের টাকা ছিল তারা নামিদামি হাসপাতালের পাশাপাশি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছে। কিন্তু সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। অনেকেই চিকিৎসা সেবা না পেয়ে দীর্ঘদিন  কষ্টে ভোগেছে, কেউ আবার অকালে প্রাণ হারিয়েছে।

শুক্রবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী বেলাবো উপজেলার চর উজিলাবো ইউনিয়নে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী এই ফ্রী মেডিকেল ক্যাম্পে চর উজিলাবো ইউনিয়নসহ পার্শবর্তী ইউনিয়নের প্রায় দেড় হাজারের বেশি মানুষ চিকিৎসা সেবা নেয়। সেবা দিচ্ছেন ঢাকা থেকে আগত প্রায় ৪০ জন চিকিৎসক। অর্থপেডিক, সার্জারি, শিশু, গাইনি, চর্ম থেকে শুরু করে বিনামূল্য চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি দেয়া হয় প্রয়োজনীয় ঔষুধও।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2