• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ১৯:২৪, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

মানিকগঞ্জের সিঙ্গাইরে আপন বড় ভাই বাচ্চু বেপারি সাথে বসত ভিটার সীমানা নিয়ে হানিফ (৫৫) নামের ছোট ভাই খুন হয়েছেন। 

শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ ওই এলাকার মৃত.এলা বেপারির ছেলে। এতে অভিযুক্তরা হলেন, নিহতের বড় ভাই মো.বাচ্চু বেপারী (৬০), চাচাতো ভাই মিনহাজ উদ্দিনের ছেলে স্বাধীন (২৬) জাহাঙ্গীর বেপারি (২০)।

স্থানীয়রা জানান,শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নিহত হানিফ তার বড় ভাই বাচ্চু বেপারি ও অন্যন্য শরিকদের সাথে বসত ভিটার জমি পরিমাপ হয়। অন্য শরিকদের জমির পরিমাপ নির্ধারণ করার পর নিহত হানিফ তার বড় ভাইয়ের মধ্যে ৪ ইঞ্চি জায়গা পায়।  এ নিয়ে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ বড় ভাই ও চাচাতো ভাইয়ের ছেলে স্বাধীন ও জাহাঙ্গীর দেশী অস্ত্র (কাতরা) দিয়ে হানিফকে পেটে ও বুকের নিচে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাচ্চু বেপারি আটক হয়েছেন।

এ ব্যাপারে সিঙ্গাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার  ফাহিম আসজাদ ও সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন ও আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলে জানান তারা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2