• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

প্রবল ঝড়ে লণ্ডভণ্ড নওগাঁ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

প্রকাশিত: ২১:০৯, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
প্রবল ঝড়ে লণ্ডভণ্ড নওগাঁ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

শরতের শেষ বিকেলে হঠাৎ প্রবল ঝড় বয়ে গেছে নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর, সদর উপজেলাসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে। এতে লণ্ডভণ্ড হয়েছে ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। এমনকি কিছু এলাকার বিদ্যুৎও বিচ্ছিন্ন হযে পড়েছে। 

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে শুরু হয় এই ঝড়ের তাণ্ডব।  

স্থানীয় বাসিন্দারা জানায়, বিকেল ৪টার পর আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল বেগে ঝড়, সঙ্গে মেঘের গর্জন। এর কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে লণ্ডভণ্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। 

বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ী, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর ও সদর উপজেলা হাসাইগাড়ী এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। বৈদ্যুতিক পিলার উপরে পড়ায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি এলাকা।

নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল জানান, ঝড়ের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোতে দ্রুত সংযোগ চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2