খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে অভিযান, এক লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার অভিযোগ মধ্যরাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রামগড় পৌরসভার ০৫নং ওয়ার্ডের বৈদ্যটিলায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম।
এসময় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মো. আরিফ নামের এক ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬খ এর বিধান লংঘনের কারণে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, অভিযোগ আছে একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের বেলা অবৈধভাবে পাহাড় কাটছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও হুমকির কারণ। এভাবে অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটার ফলে পাহাড় ধসের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। পাহাড় ধসের কারণে জীবন ও সম্পদের ক্ষতিসাধন হচ্ছে। এতে অনেক সময় প্রাণহানিরও ঘটনা ঘটছে। অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে পাহাড় কাটার সাথে যারা যারা জড়িত তাদের সবাইকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ইউএনও।
বিভি/এসজি




মন্তব্য করুন: