কক্সবাজারে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা, অতঃপর...
কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে ইউএস-বাংলার ফ্লাইটের সঙ্গে ধাক্কা লেগে একটি কুকুর মারা গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এতে বিমানটি ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।
উএস-বাংলার কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৫৮ উড়োজাহাজটি ৭০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের জন্য রানওয়েতে যায়। উড্ডয়নের আগ মুহূর্তে কিছু একটার ধাক্কা অনুভব হওয়ায় উড্ডয়ন না করে পার্কিংয়ে ফিরিয়ে আনা হয়। এরপর কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হয়।
এরপর সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে এবং রাত সাড়ে ৮টার দিকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা বিলম্বের মাঝেও নিরাপদে ঢাকা বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা জানিয়েছেন, ঘটনার পরপর দ্রুততার সঙ্গে কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয় এবং রানওয়ে স্বাভাবিক করা হয়। উড়োজাহাজের কোনো ক্ষতি হয়নি এবং যাত্রীরাও সুরক্ষিত ছিলেন।
বিভি/টিটি




মন্তব্য করুন: