ভরণপোষণ দেন না প্রবাসী স্বামী, অভিমানে সন্তানকে নিয়ে পরপারে মা
কুষ্টিয়ার দৌলতপুরে প্রবাসীর স্ত্রী অভাবের তাড়নায় আড়াই বছরের শিশু কন্যাকে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে মা নিজেও আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) আর্থিক সংকট ও পারিবারিক অশান্তি কারণে বেশ কয়েক দিন ধরেই মানসিক ভাবে ভেঙে পড়ে। এই ঘটনার জের ধরেই বৃহস্পতিবার সন্ধ্যায় রেশমা খাতুন তার কন্যা সন্তান লামিয়াকে প্রথমে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। পরে নিজেও ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীরা বাড়িতে গিয়ে রেশমাকে ডাকাডাকি করে না পেয়ে ঘরের জানালা দিয়ে উঁকি মেরে রেশমা খাতুনকে সিলিংয়ের সাথে ঝুলতে দেখে। পরে, তারা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশু কন্যা ও মা রেশমা খাতুনের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মো. সোলয়মান শেখ জানান, নিজ ঘরে শিশুর লাশ ও মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা
হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে নিহতদ্বয়ের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ প্রেরণ প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের প্রবাসী স্বামী রহিদুল দীর্ঘদিন ধরে স্ত্রী ও শিশু কন্যার কোন খোঁজ খবর রাখে না এবং খরচ না দেওয়ায় আর্থিক কষ্টে দিন কাটছিলো এবং এই কারণে পারিবারিক কলহ চলছিলো। ঘটনা যাই ঘটুক, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। শুক্রবার দুপুরে নিহত মা ও শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: