• NEWS PORTAL

  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

হলো না সুন্দরবন ভ্রমণ; মাঝ পথে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:২২, ৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হলো না সুন্দরবন ভ্রমণ; মাঝ পথে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

বাগেরহাটের রামপালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মোঃ এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি ব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় ৭ জন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী। পরে তাদের উদ্ধার করে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান আরও বলেন, মোটরসাইকেলে যারা ছিলেন তারা পর্যটক। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহমেদ বলেন, দুর্ঘটনার ফলে বাসটি খাদে পড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: