• NEWS PORTAL

  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক 

প্রকাশিত: ১২:৫২, ৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক 

ছবি: চট্টগ্রাম থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের  পটিয়া থেকে  ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক  করেছে র‍্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

র‌্যাব-৭ জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে দুটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র‍্যাবের একটি চৌকশ আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট চলা কালে দুটি মাইক্রোবাস র‌্যাবের চেকপো্স্ট দেখতে পেয়ে  পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা গাড়ির ভেতর থেকে  মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মাঈন উদ্দিন, মো. রাশেদুল  আলম, মো. জসিম উদ্দিন ও  মোঃ জুনায়েদ তানভীর তরফদার নামে ৫ মাদক কারবারীকে আটক করে। পরবর্তীতে ড্রাইভারের সিটের নিচে রাখা একটি ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস দুইটিও  জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব-৭। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন: