• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

গাজীপুরে আরও দুই গাড়িতে আগুন

প্রকাশিত: ১১:০৫, ১২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গাজীপুরে আরও দুই গাড়িতে আগুন

গাজীপুরে দুই ও আশুলিয়ার সরকার মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (১২ নভেম্বর) ভোরে আশুলিয়ায় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির চালক জানান, রাতে হাসপাতালে সামনের সড়কে বাস রেখে তার ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে চালক সাত্তারের। সেসময় বাস থেকে লাফিয়ে প্রাণ বাঁচান তিনি। পরে ফায়ার সার্ভিস আগুন নিভায়।

এদিকে, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ভিআইপি পরিবহনের একটি বাস ও রাত সাড়ে ১০টায় কালিয়াকৈর নবীনগর সড়কের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2