• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৮০০ টাকা দরে বিক্রি হলো ১৯ কেজির এক কাতল

প্রকাশিত: ১১:১৪, ১২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২৮০০ টাকা দরে বিক্রি হলো ১৯ কেজির এক কাতল

পদ্মা নদী থেকে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে সেটি বিক্রি হয়েছে ৫৩ হাজার ২০০ টাকায়। বুধবার (১২ নভেম্বর) সকালে দৌলতদিয়ার ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। ভোর রাতে পদ্মা নদীর দৌলত‌দিয়া চর কর্নেশনা এলাকা থেকে কৃষ্ণ হালদারের জালে মাছ‌টি ধরা পরে।

জানা‌ গেছে, ভোর রাতে কৃষ্ণ হালদারসহ তার সহযোগীরা দৌলত‌দিয়া চর কর্নেশনা এলাকার পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃ‌তির এই কাতল মাছ‌টি ধরা পরে। সকালে বিক্রির জন্য মাছ‌টি দৌলত‌দিয়া মাছ বাজারের আড়তে আনেন। সেখানে ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা কে‌জি দরে ৫৩ হাজার ২০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

সম্রাট শাজাহান শেখ জানান, সকালে দৌলত‌দিয়া বাজার থেকে উন্মুক্ত নিলামে মাছ‌টি ২৮০০ টাকা কে‌জি দরে কিনে‌ছি। সামান্য লাভে মাছ‌টি বিক্রি করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2