• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

বড়শিতে ধরা ৩৭ কেজি কালো পোয়া বিক্রি হলো লাখ টাকায়

প্রকাশিত: ২১:৪২, ১২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বড়শিতে ধরা ৩৭ কেজি কালো পোয়া বিক্রি হলো লাখ টাকায়

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে এক জেলের বরশিতে ৩৭ কেজি ওজনের বিরল সামুদ্রিক মাছ কালো পোয়া ধরা পড়েছে। স্থানীয়দের কাছে এই মাছটি দাঁতিনা বা ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামেও পরিচিত। পরে মাছটি মনোয়ারা ফিশ ডাকের মাধ্যমে কিনে নেয়। এ সময় মাছটি দেখতে অনেকেই সেখানে ভিড় করেন। 

বুধবার (১২ নভেম্বর) আল্লাহর দান নামে একটি ট্রলারের মাঝি ও জেলে তরিকুল বড়শি দিয়ে মাছটি ধরেন। পরে মহিপুর মৎস্য বন্দরের মনোয়ারা ফিশে এটি বিক্রি হয় ১ লাখ ১১ হাজার টাকায়।

মেসার্স মনোয়ারা ফিশের ম্যানেজার ছগির আকন গণমাধ্যমকে বলেন, মাছটি ডাকের মাধ্যমে আমরা ক্রয় করেছি। ৩৭ কেজি ওজনের এই দাঁতিনা মাছটি ৩ হাজার টাকা কেজি দরে মোট ১ লাখ ১১ হাজার টাকায় আমরা ক্রয় করি। মাছটি আজকেই ঢাকায় পাঠানো হবে। ঢাকার পাইকাররা মূলত এই মাছগুলো বিদেশে রফতানি করেন। 

মাছটি পাওয়া জেলে তরিকুল গণমাধ্যমকে বলেন, আমরা সমুদ্রে জাল এবং বরশির মাধ্যমে মাছ ধরছিলাম। হঠাৎ আমার হাতে থাকা বরশিতে কিছু একটা অনুভব করলাম এবং সাথে সাথে টানতে শুরু করলাম। পুরো বরশি টেনে ট্রলারের কাছাকাছি উঠালে দেখি বড় একটি মাছ। তখন ভেবেছিলাম হয়তো কোরাল হবে, কিন্তু ওপরে উঠাতেই দেখি দাঁতিনা মাছ। মাছটি পেয়ে আমি খুবই আনন্দিত কারণ এই মাছটির অনেক দাম। 

স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুর রহিম খান গণমাধ্যমকে বলেন, এই মাছগুলো সচরাচর তেমন একটা পাওয়া যায় না। গত বছর কিছু মাছ আমাদের এই ঘাটে এসেছিলো। তবে অনেক দাম হওয়ায় মাছটি সবাই দেখতে ভিড় জমিয়েছেন। এ রকম মাছ পেলে জেলেদের ভাগ্য পরিবর্তন হয়। এই মাছটি যে জেলে পেয়েছেন তিনি অনেক খুশি হয়েছে। 

ইকোফিশ বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান গণমাধ্যমকে জানান, ‘কালো পোয়া’ (Protonibea diacanthus) পরিবারের দুষ্প্রাপ্য এক সামুদ্রিক মাছ। এর দৈর্ঘ্য সাধারণত ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার এবং ওজন ১০ থেকে ২৫ কেজির মধ্যে হয়ে থাকে, তবে কখনও কখনও ৫০ কেজিরও বেশি পাওয়া যায়। বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে এদের দেখা মেলে।

তিনি আরও বলেন, মাছটির বায়ু থলি বা এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন। এটি চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়। এজন্য মাছটির দাম অনেক বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে জানান, বন্দরের জেলেরা ৩৭ কেজি ওজনের একটি দাঁতিনা বা কালো পোয়া পেয়েছেন, এটি অত্যন্ত আনন্দের সংবাদ। এ ধরনের মাছ সচরাচর পাওয়া যায় না। সরকারের জাটকা ও মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা মানার সুফল এখন জেলেরা পাচ্ছেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2