• NEWS PORTAL

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বিচারকের বাসায় ঢুকে স্কুলপড়ুয়া ছেলেকে খুন করলো দুর্বৃত্তরা

প্রকাশিত: ১৮:৫৩, ১৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিচারকের বাসায় ঢুকে স্কুলপড়ুয়া ছেলেকে খুন করলো দুর্বৃত্তরা

বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এমন লোমহর্ষক ঘটনাটি ঘটেছে রাজশাহীতে। রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে রাজশাহী শহরের ডাবতলায় এই ঘটনা ঘটে।

পুলিশসূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তার ছেলে মারা যান। বিচারকের স্ত্রী চিকিৎসাধীন আছেন। বিচারক আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে নগরের ডাবতলা এলাকায় ভাড়া বসবাস করতেন। তাওসিফ রহমান নবম শ্রেণিতে পড়তো।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, ‘তাসমিন নাহারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রপচার করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। আহত হওয়ায় তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তবে কী কারণে এই হামলা হয়েছে, তা এখনও জানা না গেলেও তাদের শনাক্ত করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে পুলিশের গোয়েন্দা ইউনিট ও ক্রাইম সিন ইউনিট।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান গণমাধ্যমকে জানান, বিচারকের ডাবতলা এলাকায় নিজ বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে বিচারকের ছেলে ও স্ত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে ছেলে তাওসিফ রহমান মারা যায়। আহত বিচারকের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে, কী কারণে এমন হামলা হয়েছে তা কেউ বলতে পারছে না। আমরা ঘটনার তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িত ঘাতক আহত হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2