• NEWS PORTAL

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণে বিএনপির ৭ কর্মী আহত

প্রকাশিত: ২২:০২, ১৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণে বিএনপির ৭ কর্মী আহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সীমানা এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণ হয়ে বিএনপির ৭ কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আহতদের অভিযোগ, হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী। তাদের ভাষ্যমতে, দুর্বৃত্তরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করছিল। এ সময় বিএনপির কর্মীরা বাধা দিতে গেলে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।

শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা সাজু বলেন, আওয়ামী লীগের মুখোশধারী সন্ত্রাসীদের ছোড়া ককটেলে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2