• NEWS PORTAL

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

বন্যহাতির আক্রমণে দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, একজনের মৃত্যু

প্রকাশিত: ২২:৫৮, ১৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বন্যহাতির আক্রমণে দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, একজনের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই-আসামবস্তি সড়কে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর কাপ্তাই আসামবস্তি সড়কের রিজার্ভ ফরেস্টের কামিলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা হলেন ঝর্না চাকমা (৭০)। তিনি মগবান গোলাছড়ি এলাকার বাসিন্দা। আহত সুবিতা চাকমা জীপতলী বড়াদম এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনায় দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত রয়েছে।
 
বনবিভাগ কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, সন্ধ্যা নামার পর কাপ্তাই-আসামবস্তি সড়কে ছড়া পাড়া মোড় এলাকায় যাত্রী বিহীন সিএনজি চালিত অটোরিকশাকে ৪ টি বন্যহাতির একটি দল আক্রমণ করে। এতে চালক পালিয়ে গিয়ে জীবন রক্ষা করতে পরেছেন। পরে বন বিভাগের টিম ঘটনাস্থলে এসে সড়ক থেকে হাতি সরিয়ে দেয়।
 
তিনি আরও বলেন, প্রথম ঘটনাস্থলে থাকা অবস্থায় আবার খবর আসে ৩টি বন্যহাতির আরেকটি দল কামিলাছড়ি ১ নং রোড় এলাকায় আরও একটি অটোরিকশায় আক্রমণ করে।  সেখানে গিয়ে দুজন নারী পথেই পড়ে থাকতে দেখি। তাদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করি।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ড. শওকত আকবার জানান, বন্যহাতির আক্রমণে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তাদের মধ্যে একজন বৃদ্ধা নারীর হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। আহত আরেক নারীকে চিকিৎসা দেয়া হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2