• NEWS PORTAL

  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

মাঠে নেমে কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপিপ্রার্থী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৫, ১৮ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:৩১, ১৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মাঠে নেমে কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপিপ্রার্থী আজাদ

চলমান কৃষি মৌসুমের বাস্তব চিত্র জানতে মাঠে নেমে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করেন। সরেজমিনে উৎপাদন ব্যয়, সার-বীজের প্রাপ্যতা, আবহাওয়া পরিস্থিতি এবং বিপণনসংক্রান্ত নানা বিষয় তিনি কৃষকদের কাছ থেকে জানতে চান।

কৃষকেরা ফার্মার্স কার্ডের ব্যবহার, সরকারি সহায়তা, শ্রমিক সংকট, ন্যায্যমূল্য এবং মৌসুমি চ্যালেঞ্জসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব বিষয়ে তথ্য নিয়ে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা পর্যালোচনার কথা জানান ফরহাদ হোসেন আজাদ।

এ সময় ফরহাদ হোসেন আজাদ বলেন, কৃষকের সমস্যা সরাসরি মাঠে গিয়ে জানা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করলে তাদের উৎপাদন ও বিপণন সংক্রান্ত বাস্তব সমস্যাগুলো দ্রুত সমাধানের সুযোগ তৈরি হয়।

স্থানীয় কৃষকদের সঙ্গে বিভিন্ন মাঠে ঘুরে মতবিনিময়ের এ উদ্যোগকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, মাঠে সরাসরি কথা বলায় কৃষকদের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরা সহজ হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2