খাগড়াছড়ি মাটিরাঙায় ইমাম-ওলামাদের সমাবেশ
পাহাড়কে পাহাড়ের মতো ভাবতে হবে: ওয়াদুদ ভূইয়া
কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া ভোট ভাগাভাগি করে ইউপিডিএফকে জেতানোর পথ সুগম না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পাহাড়কে পাহাড়ের মতো ভাবতে হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে মাটিরাঙ্গা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
ওয়াদুদ ভূইয়া বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াতে আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। গত ১৭ বছর কেউ ভোট দিতে পারেনি। একটি দল সামনের নিবাচনে পিআর পদ্ধতির ধোয়া তুলে ভোটকে নস্যাৎ করতে যাচ্ছে। আমরা তা হতে দেবো না। তিনি আগামী দিনে ধানের শীষে দেওয়ার আহ্বান জানান ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ইউচুপ চৌধুরী, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আাবছার যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, মাওলানা কাজী সলিম উল্লাহ মাওলানা আকতারুমজ্জামান ফারুকী, মাওলানা হাফেজ ওমর ফারুক। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে ইমাম ওলামারা অংশ নেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: