• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

৩ মামলায় শ্রীঘরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ১৮ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:১৬, ১৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৩ মামলায় শ্রীঘরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই শামীম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত শামীম শেখ বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা।

পুলিশসূত্রে জানা যায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া তিনটি মামলার অভিযুক্ত ছিলেন শামীম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ নভেম্বর) পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর শামীমকে সেখান থেকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, পিরোজপুরে হওয়া ৩ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে। শামীম শেখকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2